মাগুরায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুক্তারুজ্জামান।
সভায় বক্তারা, সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন সহ সামাজিক সমস্যা সমূহ তুলে ধরে সেগুলো প্রতিরোধে ধর্মীয় নেতাদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া প্রতিটি পরিবারে শিশুকাল থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান ও পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ওবায়দুল্লাহ , এছাড়াও আরো বক্তব্য প্রদান করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি হাবিবুর রহমান, স্টেডিয়াম পাড়া বালিকা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, হেফাজতে ইসলাম মাগুরা জেলা আমীর কাজী জাবের বিন মহসিন, কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মনিরুজ্জামান, ছয়চার মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান গণী সাইফি ও জনাব মো: মাহাবুবুর রহমান , অধক্ষ্য অব: হাজী আব্দুর রহমান- আব্দুর করিম ডিগ্রি কলেজ। সভায় জেলার মডেল মসজিদের ইমামগন সহ বিভিন্ন মসজিদের ১১০জন ইমাম , খতিব, ও ধর্মীয় নেতারা অংশ নেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS