Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA-2025)
বিস্তারিত
  • উপ পরিচালক, মাগুরা জেলা কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন
  • এবং
  • পরিচালক, খুলনা বিভাগীয় কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন- এর মধ্যে স্বাক্ষরিত
  • বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
  • ১ জুলাই, ২০২৫ - ৩০ জুন, 

    মাগুরা জেলার  কর্মসম্পাদনের সার্বিক চিত্র

    (Overview of the Performance of Islamic Foundation Magura District)

    সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

    সাম্প্রতিক  বছরসমূহের (০৩ বছর) প্রধান প্রধান অর্জন:       

    “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৩৩০টি প্রাক-প্রাথমিক, ৩৬৮টি কোরআন শিক্ষা ও ১২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৩৩০টি প্রাক-প্রাথমিক, ৩৬৮টি কোরআন শিক্ষা ও ১২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩৩০টি প্রাক-প্রাথমিক, ৩৩৮টি কোরআন শিক্ষা ও ১২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র চলমান রয়েছে। বিগত ৩ বছরে 29,700 জন শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা, 38,640 জন শিক্ষার্থীকে কোরআন শিক্ষা এবং ৯০০ বয়স্ক-কে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক শিক্ষা প্রদান করা হয়েছে। মানুষের মধ্যে নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধের বিকাশ সাধন ও ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে বিগত বছরসমূহে সর্বমোট ৩৮০টি টাইটেলের ৬,৬৯৫ টি বই বিপনন করা হয়েছে। ধর্মীয় নেতৃবৃন্দ/ ইমাম সাহেবগণ তৃণমূল পর্যায়ের জনগণের সবচেয়ে নিকটতম ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হয়ে থাকেন। সমাজের নৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যমে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিগত তিন বছরে 120 জনকে ইমাম প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিশু-কিশোরদের নৈতিকতা উন্নয়নের জন্য 46 টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত তিন বছরে সর্বমোট 36টি মসজিদ পাঠাগার স্থাপন করা হয়েছে। বিগত ০৩ বছরে মোট 13,54,255.০০ টাকা যাকাত সংগ্রহ করা হয়েছে এবং 320 জনকে যাকাত প্রদান করা হয়েছে। ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট এর মাধ্যমে 96 জনকে আর্থিক সাহার্য্য প্রদান এবং ১৮ জনকে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।

    সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ : ধর্মীয় ও আর্থ সামাজিক উন্নয়নে গৃহিত বিভিন্ন কার্যক্রম বাসত্মবায়নে জনবলের স্বল্পতা, নিজস্ব যানবাহন প্রধান সমস্যা। উক্ত সমস্যা মোকাবেলা করে অ্যাক্ট আনুযায়ী ইসলামের সমুন্নত আদর্শ মূল্যবোধের লালন ও চর্চা এগিয়ে চলছে।

    ভবিষ্যৎ পরিকল্পনা :স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মাধ্যমে জেলার সকল মসজিদসমূহকে অন্তর্ভূক্তকরণের মাধ্যমে ইমাম/আলেম ওলামাদের কর্মসংস্থানের পাশাপাশি অবহেলিত দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠীকে প্রকৃত ইসলামী জ্ঞান প্রদান করা। ইসলাম প্রচার প্রসারের লক্ষ্যে প্রকাশনা বিভাগ কর্তৃক প্রকাশিত ইসলামী আদর্শ ও মূল্যবোধ সম্পর্কীয় পুস্তকাবলী ইমামদের মাধ্যমে জনসাধারণকে অবহিত করা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পবিত্র কুরআন ও সুন্নাহর আদলে ওয়াজ মাহফিল ও সভা সেমিনারের মাধ্যমে ওলামায়ে কেরামদের ভূমিকা সাদৃশ্যকরণ এবং ইন্টারনেট ও ইলেক্ট্রিক মিডিয়ার যথাযথ ব্যবহার সুনিশ্চিতকরণের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শের বাণী ছড়িয়ে মানবিক উৎকর্ষ সাধনে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে পবিত্র কুরআনের সঠিক ব্যাখ্যা এবং নৈরাজ্য ও সন্ত্রাস বিরোধী আয়াত ও ইসলামের মানবতাবাদি গঠনমূলক শিক্ষাগুলো সমাজের সর্বত্র ব্যাপক প্রচার এর কর্মপন্থা গ্রহণ। ইমাম মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নকল্পে ইমাম প্রশিক্ষণ একাডেমী কর্তৃক প্রশিক্ষণ কর্মসূচী জোরদারকরণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানের আলোকে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের কার্যক্রমের সহযোগিতায় বেকার আলেম ওলামায়ে কেরামের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করা। অবশিষ্ট নির্মাণাধীন মডেল মসজিদের কাজ সম্পন্ন করে উদ্বোধনের তালিকায় অন্তর্ভূক্ত করা। 

    ২০২৪-২০২৫ অর্থবছরের প্রধান অর্জনসমূহ

           “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রাক-প্রাথমিক 99,০০ জন, সহজ কোরআন শিক্ষা 12,800ও বয়স্ক ৩০০ জন শিক্ষার্থীকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের উন্নয়নে শিক্ষা প্রদান; ৭৫ জন ইমামকে ধর্মীয় মূল্যবোধ ও আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের জন্য মনোনয়ন; ইসলাম বিষয়ক মোট ১30 টাইটেলের 1600 কপি বই গবেষণা ও ধর্মীয় পুস্তক বিপনন; যাকাত বোর্ডের মাধ্যমে সংগৃহীত অর্থে 147 জন দু:স্থকে 6,60,00.00 টাকা আর্থিক সহায়তা প্রদান ও 3,84,000.00 টাকা যাকাত সংগ্রহ; ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে সেমিনার-মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন; প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় অত্র জেলায় ০5টি মডেল মসজিদের মধ্যে 4টি মডেল মসজিদে নামাজ চালূ  করা;  জেলার 09টি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা চালু রাখা; বিকৃত মতবাদ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে 7টি সভা-সেমিনার ও দাওয়াতি মাহফিলের আয়োজন। সরকারি ব্যবস্থাপনায় 15 জন হজযাত্রীর হজ পালনে সৌদি আরব গমনে সহযোগিতা করা। এছাড়াও যৌতুক, বাল্য-বিবাহ, মাদক নিয়ন্ত্রন, শিশু পাচার রোধসহ সামাজিক সমস্যাবলী সমাধানে জেলার প্রতিটি মসজিদে জুম্মার প্রাক-খুতবায় আলোচনা অব্যাহত রাখা।











প্রকাশের তারিখ
17/07/2025
আর্কাইভ তারিখ
17/07/2026