আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মহান আল্লাহ বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে তবে তার শাস্তি জাহান্নাম। অনন্তকাল তাকে সেখানেই থাকতে হবে। তার উপর আল্লাহর গজব ও লা'নত বর্ষিত হতে থাকবে। আর তার জন্য তিনি ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। (সূরা নিসা, আয়াত: ৯৩) 'যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল'। (সূরা মায়েদা: আয়াত ৩২) তিনি আরো বলেন, 'হে ঈমানদাররা! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।' (সূরা নিসা, আয়াত: ২৯) 'ব্যবস্থা নেওয়া হবে শুধু তাদের বিরুদ্ধে, যারা মানুষের ওপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।' (সূরা আশ- শুরা, আয়াত: ৪২) 'তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ কোরো না এবং এ উদ্দেশ্যে বিচারকের কাছে এমন কোনো মামলা কোরো না যে মানুষের সম্পদ থেকে কোনো অংশ জেনেশুনে গ্রাস করার গুনাহে লিপ্ত হবে।' (সূরা বাকারা, আয়াত: ১৮৮) এ বিষয়ে একটি খুতবা সহায়িকা প্রস্তুত করে এতদসাথে প্রেরণ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS