Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Disrtibutin to all Masque in Magura Distrect for Religious Harmony at Pre Khutba Speech
Details

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

মহান আল্লাহ বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে তবে তার শাস্তি জাহান্নাম। অনন্তকাল তাকে সেখানেই থাকতে হবে। তার উপর আল্লাহর গজব ও লা'নত বর্ষিত হতে থাকবে। আর তার জন্য তিনি ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। (সূরা নিসা, আয়াত: ৯৩) 'যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল'। (সূরা মায়েদা: আয়াত ৩২) তিনি আরো বলেন, 'হে ঈমানদাররা! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।' (সূরা নিসা, আয়াত: ২৯) 'ব্যবস্থা নেওয়া হবে শুধু তাদের বিরুদ্ধে, যারা মানুষের ওপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।' (সূরা আশ- শুরা, আয়াত: ৪২) 'তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ কোরো না এবং এ উদ্দেশ্যে বিচারকের কাছে এমন কোনো মামলা কোরো না যে মানুষের সম্পদ থেকে কোনো অংশ জেনেশুনে গ্রাস করার গুনাহে লিপ্ত হবে।' (সূরা বাকারা, আয়াত: ১৮৮) এ বিষয়ে একটি খুতবা সহায়িকা প্রস্তুত করে এতদসাথে প্রেরণ করা হলো।

Image
Publish Date
16/07/2025
Archieve Date
11/07/2040